৪৭এ দেশ বিভাগ হয়েছে ধর্মের
ভিত্তিতে কিন্তু
নেতারা দেশকে সেকুলারিষ্ট
বলে তাইকি দেশ সেকুলারিষ্ট?
ফজলুল হককে কৃষক কুলের বন্ধু বলা হয়
ইতিহাস বলে হক সাহেব কৃষক ছিলেন
না।
শিল্পাচার্য জয়নুল দূর্ভীক্ষের
ছবি একেছিলেন কিন্তু ইতিহাস
বলে পাবলিক মরেছিল দূর্ভীক্ষের
কারণে জয়নুল নয়।
কামরুল হাসান বাংলাদেশের পতাকা,
রাষ্টীয় প্রতীক সহ অনেক কিছুর
ডিজাইনার কিন্তু পতাকা সর্বপ্রথম
উত্তলন করেন তৎকালিন ডাকসু ভিপি আ
স ম আব্দুর রব । রাষ্টীয় প্রতিক ব্যবহার
করার অধীকারী রাষ্টপতি ও
প্রধানমন্ত্রীর।
কেউ যদি মুসলমানের নাম ব্যবহার
করে লেখালেখি করেন
তবে সে লেখা যে মুসলমানের
পক্ষে হবে তা ঠিক নয় একথা আমাদের
চোখে আঙ্গুল প্রমাণ করে ব্লগার
রাজিব, তসলিমা, হুমায়ন আজাদ সহ আরও
অনেকে।
কেউ যদি কষ্ট
নিয়ে লেখালেখি করে তবে তিনি যে কষ্টে আছেন
তা ঠিক নয় তা প্রমানিত হয় সেক্সপিয়র,
রজনী কান্ত রবিন্দ্রনাথ সহ আরও
অনেকের দ্বারা।
কেউ যদি প্রেমের উপন্যাস লিখেন
তবে তিনি প্রমিক নন। তাহলে নজরুল, মধু,
জসিমউদ্দীন রবি ঠাকুর মহাপ্রেমীক এর
টপ লিষ্টে নাম লিখাতেন। রবি ঠাকুর
বলত না গাঁজা খা মদ
খা পারলে একটা সিগারেট খা তবুও
প্রেম করিছ না ভাই পুড়লে পুরুক
কলিজা তবুও হৃদয় পুরিছ না। এ যুগের
পাঠকেরা ভাবে যে যা লিখে তা বুঝি সে বাস্তবে করে।
হ্যা তাই হবে কেননা কথায়
আছে না মানুষ ইতিহাস
থেকে শিক্ষা গ্রহণ করে না।।
লিখা- সাইফুল ইসলাম সাইফ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন