আমার মৃত্যু হবে
কবি -শামীম রায়হান
===============================
মৃত্যুর মিছিলে কেউ আগে কেউ পরে
সবাইকে যেতে হবে সুন্দর ভুবন ছেড়ে,
কেউ নয় চিরস্থায়ী, পড়ে রবে বাড়ি গাড়ি
মাটির দেহতো মাটিই খাবে।
আমি, আমি আর আমার করি বড়াই
কি নিয়ে যাব জগৎ ছেড়ে ভাবি না তা,
অধিকার, অনাচার, অবিচার,স্বার্থে
সারা জীবন দৌড় শুধু অর্থহীন যে।
শুন্য কবরে যাব তাই লাগে ভয়
সাথেতো কেউ যাবেনা এ চলায়,
কালের সাক্ষী কে হবে ভাই
একা এসেছি আবার একা যাব তাই।
মায়ে আদর, বাবার
ভালবাসা কিম্বা সমাজের ছায়া
সবাইরে রেখে যাব এঁকে শুধু মায়া,
পাপ পুন্যের হিসাব আমার হাসে
কবরের মাটি আমার বুকের হাঁড় কাটবে।
মৃত্যুর ভয় করিনি আগে কেমনে বলি তা
সত্য মিথ্যার জটিল সংসারে করিছ তামাসা,
লোভের হাড়ি ভাঙ্গবে মালিক
চেতনার রশি জ্বলবে ভারি।
মরন নামের মহা সুধা
জন্ম নিলেই করতে হবেই পান,
অংহকার আর বাড়াবড়ি হবে অবসান
সময় থাকতে বোঝরে অবুঝ মানব প্রান।
skip to main |
skip to sidebar
সাহিত্য সম্পর্কীয় সকল উপাদানের মিলনমেলায় আপনাকে স্বাগতম। বাংলা সাহিত্যের নতুন নতুন সংগ্রহের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
আমার মৃত্যু হবে
Translate
কোন ধরনের লেখা পড়বেন?
- ইতিহাস (1)
- ছড়া (6)
- ছোট গল্প (6)
- দর্শন (1)
- প্রবন্ধ (2)
- প্রেম কাব্য (11)
- বিদ্রোহী কবিতা (12)
- রহস্য উপন্যাস (1)
- শুধুই কবিতা (23)
- সাংস্কৃতিক প্রতিবেদন (5)
- Philosophy (2)
সাহিত্যালয়. Blogger দ্বারা পরিচালিত.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন