আমি আজ অবরুদ্ব!
দুচোখে আমার অগ্নির লেলিহান
শিখা ঠিকরে পড়ছে!
ওরে শৈরাচার!
এ আগুন তোদের
জ্বালিয়ে কয়লা বানাবে!
মুখ আমার অদৃশ্য ইশারায় স্তব্দ!
হৃদয়ে একটি কথার যাতনা!
" শৈরাচারের পতন চাই",
ওরে বীর জনতা গর্জে উঠ
ন্যয়ের পক্ষে হও এক,ঝেড়ে ফেল সব
পেতনা!
দুরন্ত পথিক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন