মনে পড়ে
সাইয়ান বোরহান
===============================
দাড়াবে যখন তুমি স্মৃতির জানালায়
দূর-দৃষ্টি রেখে আকাশের নীলিমায়
বলা না-বলা কথার মেলায়
নীরব ক্ষণে মনে পড়বে আমায় ।
জানি বন্ধু,মনে পড়বে আমায়
শিশির-ভেজা সকাল বেলায়,
শিউলী যখন ঘাসের পাতায়
গুনে প্রহর তোমার আশায় ।
জানি, আজও মনে পড়ে আমায়
শেষ বিকেলের ঠাণ্ডা হাওয়ায়
ডুবন্ত সূর্যের রক্তিম আভায়
যখন তুমি ভাসো স্বপ্ন-ভেলায় ।
চাঁদ জোনাকীর আলো খেলায়
জানি,মনে পড়ে বন্ধু আমায় ,
হাস্না-হেনা যখন গন্ধে মাতায়
জ্যোৎস্না হাসে তোমার খোপায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন