তারুন্য চিরদীপ্ত
তপন কুমার বড়ুয়া
তোমরা কেউ আমার চশমাটা ফেরত দাও
আমি দেখতে চাই এখন মধ্যদিন, গভীর রাত
নাকি ভোর;
এভাবে অন্ধকারে রেখো না আমাকে।
বয়সের ভারে অন্ধ আমি
মূলত চশমা ছাড়া কিছুই দেখি না।
দেবে না চশমা? বেশ! তবে
একটি মাত্র তারুন্যের পরমানু দাও,
দৃষ্টির প্রখরতা দিয়ে মূর্হুতে
আলোকিত করে দেবো জমাট অন্ধকারের
খাদগুলো-
যা আলো শোষনে পারর্দশী খুব।
খুব দ্রুত চলে যাচ্ছে সময়,
আকাশে অজস্র শকুনের আনাগোনা,
প্রগাঢ় সবুজ আগুনে বিধ্বসী ছোবল;
মরুপ্রবনতা চর্তুদিকে দ্রুত হচ্ছে প্রসারিত-
কে আছো কোথায়
অনুগ্রহ করে আমার চশমাটা ফেরত দাও,
কিম্বা নিজেরাই চশমা লাগাও ভ্রষ্ট
চোখে।
তারুন্য অন্ধ- মানিনা আমি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন