অঘোচালো স্বপ্ন
ইমরুল হাসান
অস্ত্রবিরতি শেষ হয়েছে অনেক আগেই
এখন-
বন্দুক তাক করা প্রেমের উপাখ্যানগুলো বুকের
ভিতরে ক্রমাগত
স্মৃতির গোলা ছোঁড়ছে আর হৃৎপিণ্ড
ছিন্নকারী ভালবাসা-
শরীরে সুখের পেনশন
পেয়ে অর্গানে আনন্দের সুর তোলছে;
মনে হয় স্বার্থক
অন্ধকারে দাঁড়িয়ে কারা যেন
সাপের দীর্ঘ সহবাস দেখছে আর আমার
কঙ্কালতান্ত্রিক সময়ে লঘুমুষ্টি-
মেয়েসাপের জরায়ূতে বিষপিণ্ড
দেখে না না করছে,
ফাগুনের ঝলকিত ফুল দেখে যারা আভূমি-চাষ
করতে চেয়েছিল
সুভাষিত দিন,
ভুলের প্রতি ইঞ্চি জমি এখন তাদের ফসলীমাঠ
আর
উজ্জ্বল কুহকের ফাঁদে তারা এখন ষড়ঙ্গধূপ-
জ্বালিয়ে বলছে-
প্রেম মাটির উনুনে পড়ে হয়ে যায় কলঙ্ক
তিলক-
বিষাদের নামতা শেখা বালক;দু:স্বপ্নের
ভিতর পাশফিরে ঘুমাও
আমরা আনন্দসংগীত গাইবো।
ফুলবৃষ্টির দিনগুলো এগিয়ে আসছে পৃথিবীর
প্রতি
এইভেবে-
ক্যানভাসে ব্যাঙের ফূর্তি আকছে কতিপয়
পাতক-পাতকী
আর আমার সাদাপৃষ্টাগুলো ভরে তোলবার
ইচ্ছেরা ধীরে ধীরে উধাও হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন