বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

নিশিকন্যার আত্মকথা

নিশিকন্যার আত্মকথা
কাইয়ুম আকন্দ

আমি রাত জাগা এক নারী,
রাতের আঁধারে নাগর খুঁজেফিরি,
ভালবেসে কেউ ডাকে নিশিকন্যা,
কেউ বা রূপসী অনন্যা।

জৈবিক চাহিদার স্বাদ কি,
তা আমি নাহি বুঝি,
প্রতিবারেই দেহের পসরা সাজিয়ে,
নতুন বঁধু সাজি।
নাগরের আশায় পথে পথে ঘুরি,
আমি রাত জাগা এক নারী।

একটু কড়া পারফিউম ছিটিয়ে,
বা গাঢ় লিপস্টিক লাগিয়ে,
শরীরটা অদ্ভুদ ভাবে বাঁকিয়ে,
নাগরের পানে থাকি তাঁকিয়ে,
নাগরের তৃষ্ণা আর আমার পেটের তাগিদে,
শরীরটা দেই বিকিয়ে।

মাঝে মাঝে সরকারী উর্দি বাবু,
আইনের জালে করে কাবু,
ভাগ বসায় টাকায়, অথবা করে উবু,
মাগনা লুটায় কিছু মধু।

সেদিন এক মোড়লের বিচারালয়ে,
বিচার করেছিল আমায় বেশ্যা বলে,
ইচ্ছে করছিল তাঁর কানটা ধরে টানি,
বলি মোড়ল, তোমার পুরুষ দন্ডের মাপও
আমি জানি।

রাত শেষে ভোর হয়,
ক্লান্ত শরীরে পড়ে থাকি,
বেশ্যা পুরুষ যায়, ভদ্র বেশে,
আর আমি মিছে স্বপ্ন আঁকি।

সাধ জাগে বড্ড সাধ জাগে,
তোমাদের কাতারে বাঁচবার,
ঈশ্বরের বানি নিয়ে আসেনি কখনও ঈশ্বর
ভক্তরা,
এসেছে শুধু যৌন ক্ষুধা নিয়ে বারবার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন