বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

তোমার পথ চেয়ে

তোমার পথ চেয়ে
#দুরন্ত_পথিক

সাথী বিহীন এই পথে আমি বড়  একা!
নিসঙ্গ জীবন আমায় প্রশ্ন করছে বারবার,
আমার কি শখ জাগে না মাধুরির একটু মিষ্টি চোঁয়া পাবার??
হয়তো আমি তোমায় বলবোনা মুখফুটে,
তাই বলে কি কেউই হবেনা আমার,
ভালবেসে  একবার ও দিবেনা দেখা??

শত গান কবিতা লিখেছি প্রেমময় আবেগে,
কখনোবা না জানা কারো না দেখা বদন নিয়ে ভেবেছি,
দেখেছি স্বপ্নের আঁখি দিয়ে!
স্বপ্নেই ছিলে তুমি,  কেন বাস্তবে নয়!
বল আর কতদিন আড়ালে রবে,
বলে দাও মোরে তুমি আমার হৃদয় দখল করে,
আসবে কবে???

আর দেরী করোনা প্রিয়া,
দাও দেখা মোরে অবিলম্ভে।
দেখ রবি আজ মধ্যাকাশে এসে পড়েছে,
সময় যাচ্ছে বয়ে,
ওগো স্বপ্ন কন্যা তুমি দেখা দাও,
আমি আজো একা বসে আছি
তোমার পথ চেয়ে !!!

10/01/2015 ; 00:21
laxmiuara, Feni

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন