তোর কি মনে পড়ে না
তপন কুমার বড়ুয়া
তোর কি মনে পড়ে না,
সেই যে ভোরে শিউলি তলায়
সুরভি হয়ে তুই
ভরিয়ে দিতিস
অামার শরীর মন?
তোর কি মনে পড়ে না,
বর্ষা এলেই বৃষ্টি হয়ে
ঝরতিস তুই,
ভিজিয়ে দিতিস অামার
শুকিয়ে যাওয়া মরুদ্যান?
তোর কি মনে পড়ে না
চাঁদনী রাতে একটু ছুঁয়ে
পালিয়ে যেতিস
লাজ রাঙ্গা গ্রাম বালিকা
স্বপ্ন ঝিলিক চোখে?
তোর কি মনে পড়ে না,
সুযোগ পেলেই একটি চুমু
এঁকে দিতাম
নিষিদ্ধতার দেয়াল ভেঙ্গে
হাত রাখতাম ------?
- তোর কি মনে পড়ে না,
কাঁপন ধরা বিমুগ্ধতায়
বেলা যেতো,দিন যেতো,
চঞ্চলতায় হারিয়ে যেতাম
উৎকন্ঠায় কুঁকড়ে যেতাম?
তোর কি মনে পড়ে না,
এক সকালে পালকি চড়ে
হারিয়ে গেলি,অার
কষ্ট বুকে এখনো বেঁচে অাছি
অামি কঠিন বাস্তবতায়?
তোর কি মনে পড়ে না?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন