বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

বন্দী

বন্দী
বিচিত্র কুমার

বন্দী জীবন মৃত্যু সমান
নেইকো মনে সুখ,
কোথায় যাই ঐ বন্ধ পথে
কাঁপে আমার বুক।

স্বার্থের নিশা হিংসার গান
শুনি মুখে মুখে,
আর কত দিন বন্দী ঘরে
থাকতে হবে বসে।

কলেজ নেই ক্লাস নেই
বন্দী বেশে ঘরে,
এ রাজনীতি পরিবর্তন
আসবে ভাই করে।

দেখিনি আমি বাহিরে আলো
অনেক দিন ধরে,
মুখের হাসি ফুরে যে গেল
বন্দী সেই ঘরে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন