আর লিখবোনা
#দুরন্ত_পথিক
কবিতা আর লিখবোনা!
যে কবিতায় কারো হিত নড়ে না,
যে লেখার গভীরে কারো চোখ পড়ে না,
কাদের জন্য লিখবো?
কবিতা যারা পড়েনা??
তো কবিতা আর লিখবো কেনো?
নাহ! আমি আর লিখবোনা!!
কাদের জন্য লিখবো?
যারা দিবা নিদ্রায় স্বপ্ন দেখে তাদের জন্য?
যারা ক্ষমতার লোভে ঘুরে হয়ে হন্য!
ওরে আমি আর কবিতা লিখবোনা,
সভ্যতার চোঁয়ায় নিজেকে রাঙাবো না।
আমি হয়ে যাবো বন্য!!
আমি আড়াল করবো নিজেকে সভ্য সমাজের অসামাজিক কর্মের প্রভাব থেকে,
আমি চলে যাব অজানার উদ্দেশ্যে তোমাদের মায়া ছেড়ে,
যাব মোর হাজার সৃতি তোমাদের কাছে রেখে।
আমি আর তোমাদের জন্য লিখবোনা।
হয়তো তোমাদের সাথে আমার কবিতার হয়না কোন বনিবনা।
বলতে পার হিতোপদেশ কেন তুমি দাওনা?
আমরা ভালো হই তাকি তুমি চাওনা?
বলবো আমি, সকাল বিকাল দিই আমি বানী,
সো-কেসে সাঝিয়ে রাখবে সেতো আমি জানি!
সাঝানোর জন্য নয়তো ওরে মানার জন্য বলি হে-
মানার মত মানস বানাও, কবিতা আবার লিখবো আমি যে!!
৭ই জানুয়ারি, ২০১৫
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন