রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

স্বৈরাচার নীপাত যাক


স্বৈরাচার নিপাত যাক
                 #সাইফুল_ইসলাম_মজুমদার

ওরে বীর জনতা!
কতকাল আর থাকবি নীরব,
ভাঙবিনা কি নীরবে অত্যাচারিত হওয়ার সর্বগ্রাসী প্রথা?

অসহায় মানুষের ক্রন্দন ধ্বনি কি তোর কানে বাজে না?
ওহে বীর!
কম্বল মুড়ে শুয়ে থাকা তো তোর সাঝে না!

কতকাল আর সইবি নীরবে, 
বলবি কি আমায়?
ওরে উঠে আয়!
দেখ যত বন্ধন ছিড়ে, রাস্তা আজ অবরুদ্ধ বিপ্লবী মানুষের ভিড়ে।
চেয়ে দেখ কাঁটা ভরা পথ দলে ওই কারা যায়!
ওরে উঠে আয়!

শকুনের থাবায় লুন্ঠিত আজ,
শান্তির গনতন্ত্র!
সত্যের সংগ্রামে ছুটে আয় তোরা,
হৃদয়ের চিরকুটে লিখে নিখে নিয়ে আয়,
মহাবিপ্লবের অমর মন্ত্র!

দেখিস নাকো আর কারো চোখ রাঙ্গানি।
ভয় নেই আজ লাখো কন্ঠ তোর সাথে,
আয় ছুটে আয় আছে যত বাঁধা বিপত্তি সব চুর্ণি।
বুকে রাখ বল আজ হবো মোরা হারিকেন,
হবো সাইক্লোন কিংবা ঘুর্ণি!

তোরা কি ভূলে গেছিস নূরমোহাম্মদকে?
তোরা দেখিসনি কি করেছিল ওই প্রতিবন্ধী দেলোয়ার??
মুক্তির সৈনিক তারা, সত্যের তলোয়ার!

ওরে মুক্তিকামী জনতা!
থাকবোনা আর মোরা বন্দি,
মোরা আর যাবোনা কোন সংলাপে,
করবোনা আর কোন সন্ধি,
বাঁধবোনা মোরে আর কোন শর্তের বেড়াজালে,
ওরে আমরা থাকবোনাকো আর স্নায়ু বন্দি!!

ওরে আয় ছুটে আয়!
করিস না আর জীবনের ভয়,
প্রত্যাহ তো ঝরছেই তাজা রক্ত খামোখাই!
ওরে শুনে রাখ স্বৈরাচারী!
এ দেহে যতক্ষন থাকে একপোটা জল,
তোদের রুখবো আমি করবো ধ্বংস অনর্গল!

তোরা বানিয়েছিস জনতার টাকায়,
দুনিয়ার উপর স্বর্গ!
ওরে শুনে রাখ শয়তানের দল,
মোরা আসছি তেড়ে, ভাঙবো তোদের
ওই সর্ববনাশা মিত্রবেশী দুর্গ!!

তোরা কি শুনতে পারছিস না ওই চিৎকার?
নাকি তোদেরর মনে বাসা বেধেছে ভয়?
ওরে কান পেতে শোন,
এ চিৎকার মজলুমের, নিপিড়কের নয়!

ওরে কে আছিস তোরা,
আয় ছুটে আয়,
বন্ধ করে দে ওই দুর্গের দরজা,
যেন কোন অত্যাচারী না পালায়!!

জয়ের পথে আজ মোরা ধ্বংসের পথে নয়,
অভিশাপ নয় বর্শা হাতে মোরা ছুটেছি,
অনিশ্চয়তা আর ভয়কে মোরা রুখে দিয়েছি!
শুন তবে,আমরাই আজ বন্ধ করবো ওই অসহায় রক্তের ক্ষয়!!

৫ই জানুয়ারি, ২০১৫

ফটো: দেলোয়ার হোসেন নূর

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন