রিকসাওয়ালা
ফেরারী মোঃমুরাদ
----------------
কখনো বৃষ্টিতে ভিজে
কখনোবা রোদে পুড়ে
চুক্তিতে ভাড়া করে
রহিম মিয়া চালায় রিকসা।
আমরা যাকে ডাকি রিকসাওয়ালা।।
কখনো সকাল থেকে সাঝে,
কখনোবা মাঝ রাত অবধি
রিকসার প্যাডেল মেরে
উপার্জন করে টাকা
একটু খানি সচল করতে সংসারের চাকা।
চার সন্তান বিবি নিয়ে রহিম মিয়ার পরিবার
যেথা সদাই থাকে অভাব নামের হাহাকার।
অসুখ হলে যদি থাকে একদিন ঘরে সুয়ে
আগুন জ্বলেনা চুলতে, থাকে অনাহারে।
তাই রিকসা নিয়ে দাড়িয়ে থাকে
শহরে অলিতে গলিতে,
যার যে স্থান যাওয়া প্রয়োজন
সেথায় যায় ছুটে।
তবু শহরের বাবুরা দেখে ওদের ঘৃণার চোখে
ছোট জাত বলে দেয় গালি বাধেনা বিবেকে।
কখনো দেয় না তাদের ন্যায্য অধিকার
ভাড়ার বদলে দেয় কষে দুগালেতে চড়।।
কখনো যদি চায় দুটাকা বেশী
তার বদলে খায় লাথি ঘুসি।
আবাল বৃদ্ধ কিছুই মানে না, রিকসাওয়ালা
বলে করে শুধুই অবহেলা।।
কি লাভ বলো?
ওদের তুচ্ছ, ছোট জাত বলে
ওরা ভিক্ষা চায় না,
কাজের বিনিময়ে চায় পয়সা নিতে।
ওরাওতো দেশ উন্নয়নে রাখছে অবদান
গরিব বলে কেন পাবে অপমান?
ওদের ও আছে ভাত ভোটের অধিকার
মানুষের মত বাঁচার অধিকার।
কাজের উপর ভিত্তি করে মানুষ
হয় না ছোট বড়,
ইউরোপ, আমেরিকার দিকে একটু লক্ষ কর।
তোমার মত ওরাও যে রক্তে মাংসে গড়া মানুষ
না হয় তুমি কোট টাই পড়ে উড়াও রঙ্গিন ফানুশ।
তাই ওদের রিকসাওয়ালা নয়
ভাব নিজের ভাই,
ভুলে কি গেছ?
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।।
Sunday, January 4, 2015
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন