রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

মা বোনদের বলছি

মা বোনেদের বলছি
সোহেল রানা
------------

মা বোনেদের বলছি
তোমরা একটু ভেবেই দেখো
না ভাবলে জেনেই শেখো
তোমাদেরকে সামনে রেখে
বুক ফুলিয়ে চলছি
মা বোনেদের বলছি।

মা বোনেদের বলছি
পর্দা ছেড়ে আজকে সবাই
অবাধেতে ঘুরে বেড়াই
সুযোগ বুঝে ঠেলে দিয়ে
আমরা পুঁজি করছি
মা বোনেদের বলছি।

মা বোনেদের বলছি
পুরুষ তোমায় সকল কাজে
সাজাচ্ছে যে নানান সাজে
ছল চাতুরীর মধ্যে ফেলে
খবর করে পড়ছি
মা বোনেদের বলছি।

মা বোনেদের বলছি
করো না আর নিজের ক্ষতি
বোঝো সবার মতিগতি
বিপদ জেনেও কেনো বলো
খারাপ পথটা ধরছি?
মা বোনেদের বলছি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন